মহান শহীদ দিবসের ই-পোস্টার প্রকাশ

২০ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:০৯  
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রিন্ট, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য একটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) এই পোস্টারটি প্রকাশ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। কমিটির কার্যালয়ের প্রধান মিডিয়া কর্মকর্তা নাসরীন জাহান লিপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভাষা সংগ্রামী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রকাশ করা হয়েছে এ ই-পোস্টার।